• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

লকডাউন ঘোষণার পরই বাজারে বেড়েছে ভিড়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১০:০৫ পিএম
লকডাউন ঘোষণার পরই বাজারে বেড়েছে ভিড়

কঠোর লকডাউন ঘোষণা শুনে ঈদের বাড়তি কেনাকাটা করতে রাজধানীর বিভিন্ন বাজারে ও দোকানে ভিড় করছেন ক্রেতারা।

করোনা বেড়ে যাওয়ায় সোমবার (২৮ জুন) থেকে সারা দেশে সাত দিনের কঠোর লকডাউন দিয়েছে সরকার।

চাল, ডাল, মাংস, মাছ, পেঁয়াজ, আলু, রসুন, আদাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বাড়তি পরিমাণে কিনতে মুদিসহ বিভিন্ন দোকানে ভিড় দেখা গেছে ক্রেতাদের।

কারওয়ান বাজারের ব্যবসায়ী আবদুল বারেক বলেন, “প্রতি শুক্রবারে ক্রেতাদের বাড়তি চাপ থাকে। শনিবার ক্রেতার সংখ্যা কম থাকে। কিন্তু কঠোর লকডাউনের খবরে আজ সকাল থেকে ক্রেতার চাপ বেশি দেখা যাচ্ছে।”

চাল ও চিনির মতো কিছু পণ্যের দাম বেড়েছে বলে জানান আবদুল বারেক।

এদিকে, আজ সকালে রাজধানীর রামপুরা বাজারেও ক্রেতাদের চাপ লক্ষ্য করা গেছে। ক্রেতাদের মনে শঙ্কা এই লকডাউন ৩০ জুনের পর ঈদুল আজহা পর্যন্ত বর্ধিত হতে পারে। এ কারণে ক্রেতারা ঈদের বাড়তি কেনাকাটা করে রাখছেন।

রামপুরা বাজারে গিয়ে কয়েকজন ক্রেতার সঙ্গে কথা হয়। তাদের মধ্যে একজন হচ্ছেন শুভ আহমেদ।

শুভ বলেন, “এবারের কঠোর লকডাউনে সবকিছু বন্ধ থাকবে। কোনো অফিস খোলা থাকবে না। সামনে কোরবানির ঈদ আসছে। লকডাউন বাড়তে থাকলে পণ্য সংকট হতে পারে। তাই পেঁয়াজ, আলু, ডালসহ কিছু পণ্য বাড়তি পরিমাণে কিনে রাখছি। বলা তো যায় না সামনে কী হবে।”

শুক্রবার (২৫ জুন) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, “২৮ জুন থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ থাকবে। তা আরও বাড়াতে পারে। লকডাউন কঠোরভাবে মানার জন্য পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হবে।”

জরুরি সেবা দেওয়ার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন বন্ধ থাকবে, তবে সাংবাদিকদের গাড়ি ও ইন্টারনেট সেবা দেওয়ার কাজে ব্যবহৃত যানবাহনও চলবে বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান।

Link copied!