• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র ১৪৩০, ২৬ রমজান ১৪৪৬

‘রোহিঙ্গা ক্যাম্পের ঘটনায় বিদেশি সংস্থার সম্পৃক্ততা তদন্ত হচ্ছে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১, ০৬:৫৭ পিএম
‘রোহিঙ্গা ক্যাম্পের ঘটনায় বিদেশি সংস্থার সম্পৃক্ততা তদন্ত হচ্ছে’

রোহিঙ্গা ক্যাম্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে কোনো বিদেশি সংস্থা জড়িত কি না তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শারদীয় দুর্গোৎসবের আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, “আমরা সবকিছু তদন্তের মাধ্যমে বের করে আপনাদের জানাব। কারা এ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে এবং কোনো বিদেশি সংস্থা এর সঙ্গে জড়িত আছে কি না, সবই আমরা তদন্ত করে দেখছি।”

গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নিজ সংগঠনের কার্যালয়ে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এ ঘটনায় পরের দিন রাতে উখিয়া থানায় একটি মামলা করেন নিহতের ছোট ভাই হাবিব উল্লাহ।

মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে মোহম্মদ সেলিম ওরফে লম্বা সেলিম, জিয়াউর রহমান ও আব্দুস সালাম নামে তিন জনকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছিলেন। 

 

Link copied!