• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

রেস্টুরেন্টে এসি বিস্ফোরণে দগ্ধ ২ 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ০৩:৪৩ পিএম
রেস্টুরেন্টে এসি বিস্ফোরণে দগ্ধ ২ 

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় ব্লু-বার্ড থাই রেস্টুরেন্টের এসি বিস্ফোরণে দুই ক্লিনার দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ওই বিস্ফোরণ ঘটে। 

দগ্ধরা হলেন- ফয়সাল (১৬) ও কাইয়ুম (২০)।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

ডা. এসএম আইউব হোসেন বলেন, “আমাদের এখানে দক্ষিণখান থেকে দগ্ধ ২ জন এসেছেন। তাদের মধ্যে ফয়সালের ২৮ শতাংশ এবং কাইয়ুমের ৯৬ শতাংশ দগ্ধ হয়েছে। কাইয়ুমের অবস্থা আশঙ্কাজনক। আমরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেফার্ড করেছি।”

এ বিষয়ে রেস্টুরেন্টটির ম্যানেজার দীপু বলেন, “আমাদের ৪ হাজার স্কায়ার ফিটের একটি থাই রেস্টুরেন্ট রয়েছে। সকালে তারা রেস্টুরেন্টে কাজ করার জন্য যায়। হঠাৎ রেস্টুরেন্টের দুটি এসি বিস্ফোরণ ঘটে। এতে পুরো রেস্টুরেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।”

দগ্ধ ফয়সালের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার বরগুন্নি এলাকায়। আর কাইয়ুমের বাড়ি পিরোজপুর জেলায় বলে জানান তিনি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!