• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

রাশিয়া সফরে গেলেন সিইসি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৩:৩৫ পিএম
রাশিয়া সফরে গেলেন সিইসি
ফাইল ছবি

রাশিয়ার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ৭ দিনের সফরে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন সিইসি। এ সময় তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন একান্ত সচিব আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. আবুল কাসেম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর রাশিয়ার জাতীয় সংসদ রাশিয়ান ফেডারেল অ্যাসেম্বলির নিম্নকক্ষ ‘স্টেট দুমা’-এর ভোটগ্রহণ হবে। যা পর্যবেক্ষণ করবেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার।

এরপর অন্যান্য কাজ সেরে দেশে ফিরবেন সিইসি।

Link copied!