• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

রাজধানীতে বসেছে কোরবানি পশুর হাট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ১১:৫৯ এএম
রাজধানীতে বসেছে কোরবানি পশুর হাট

ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি মানার শর্তে রাজধানীর বিভিন্ন স্থানে বসেছে কোরবানির পশু হাট।

শনিবার (১৭ জুলাই) সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানের হাটে কোরবানির পশু আসা শুরু হয়েছে। ২১ জুলাই বুধবার অর্থাৎ ঈদের দিন পর্যন্ত চলবে এই হাট।

এছাড়াও গত দুই দিন আগ থেকেই কয়েকটি হাটে কোরবানির পশু আনতে শুরু করেন ব্যবসায়ীরা। তবে বিক্রি শুরু করেননি। ব্যবসায়ীরা ন্যায্য দামে কোরবানির পশু বিক্রি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন। অন্যদিকে ক্রেতারা সাধ্যের মধ্যে পছন্দের কোরবানির পশুটি কিনতে পারবেন বলে আশা করছেন।  

এদিকে রাজধানীর হাটগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে নিয়মিত তদারকি করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।

Link copied!