রাজধানীর কদমতলীতে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় রুহুল আমিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় কদমতলীর সাদ্দাম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় তার মৃত্যু হয়।
নিহত বৃদ্ধের ছেলে হুমায়ুন বলেন, আজ (শনিবার) সকালে আমার বাবা বাসা থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় আহত হলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। পরে সকাল ১০টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হুমায়ুন আরো বলেন, “আমাদের বাসা সাইনবোর্ড এলাকায়। আর গ্রামের বাড়ী কিশোরগঞ্জ জেলায়।”
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, “মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”