• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

মৌসুমি বায়ুর বিদায়ে শীতের আমেজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ১১:৪৯ এএম
মৌসুমি বায়ুর বিদায়ে শীতের আমেজ

মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। সেই সঙ্গে বিদায় নিচ্ছে বর্ষা। বৃষ্টিপাতের প্রবণতা কমে দেশজুড়ে শীতের আমেজ শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২২ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান।

হাফিজুর রহমান জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায়ের জন্য আবহাওয়াগত অবস্থা অনুকূলে আসতে পারে। মৌসুমি বায়ু বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।দেশের বেশির ভাগ স্থানেই শুষ্ক ও স্বাভাবিক হেমন্তকালীন আবহাওয়া বিরাজ করছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে পরের ৩ দিনে বৃষ্টিপাত কমতে পারে।
 
এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

Link copied!