• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০, ২৪ রজব ১৪৪৬

মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২  


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ০৭:৩৭ পিএম
মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২  

মধ্যপ্রাচ্যে মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব- ৪)। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুর ও উত্তরায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চক্রের মূলহোতা মো. লিটন মিয়া ওরফে ডা. লিটন ও তার সহযোগী আজাদ রহমান খান। এ সময় তাদের কাছ থেকে প্রাইভেটকার, পাসপোর্ট, বিভিন্ন ব্যাংকের চেকবই, ল্যাপটপ, ৪০৭ পিস ইয়াবা এবং ১২ ক্যান বিয়ার জব্দ করা হয়।

আজ বিকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন জানান, মধ্যপ্রাচ্যে মানবপাচারের শিকার হওয়া কয়েকজন ভুক্তভোগী নারী সাম্প্রতিক সময়ে র‌্যাবের কাছে অভিযোগ করেন। এসব অভিযোগের প্রেক্ষিতে ছায়া তদন্ত করে ওই চক্রের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের এই পরিচালক আরও জানান, ওই চক্রে দেশ-বিদেশে আরও ১৫-২০ জন সক্রিয় সদস্য রয়েছে। তারা উচ্চ বেতনের লোভ দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে ভুক্তভোগীদের ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার করে।

র‌্যাবের ওই কর্মকর্তা আরও বলেন, লিটন নিজেকে ঢাকা মেডিকেল কলেজ থেকে পাস করা এমবিবিএস ডাক্তার এবং ইরাকের বাগদাদে স্বনামধন্য হাসপাতালে কর্মরত হিসেবে পরিচয় দিত। তার সহযোগী আজাদ একটি ট্র্যাভেল এজেন্সির আড়ালে এই মানবপাচারের সঙ্গে জড়িত ছিল। তারা নারীদের বিদেশে পাচারের পর অনৈতিক কাজের জন্য বিক্রি করে দিত।

গ্রেপ্তারকৃতরা র‌্যাবকে জানিয়েছে, তারা প্রথমে ভুক্তভোগীদের উচ্চবেতনে চাকরির প্রলোভন দেখিয়ে টুরিস্ট ভিসায় মধ্যপ্রাচ্যে নিয়ে যেত। তারপর সেখান থেকে ইরাকসহ অন্যান্য দেশে পাচার করত। তারপর সুবিধাজনক সময়ে বিক্রি করত। এজন্য তারা প্রথমে ভুক্তভোগীদের কাছ থেকে ৩ থেকে ৪ লাখ টাকা নিত। আবার পরে বিক্রির সময় ক্রেতার কাছ থেকে তিন লক্ষাধিক টাকা নিত।

এই চক্রটি এখন পর্যন্ত ২০০ থেকে ২৫০ জনকে পাচার করেছে বলে র‌্যাবকে জানিয়েছে। তাদের মধ্যে ৩৫ থেকে ৪০ জন নারী বলে জানা গেছে। চক্রটি ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় সক্রিয়।

Link copied!