• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

মমতাকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০৪:৫২ পিএম
মমতাকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার (১৩ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি টুইট করে বিষয়টি জানিয়েছে।

এক টুইট বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শুভেচ্ছা বার্তার উত্তরে শেখ হাসিনা মমতাকে ধন্যবাদ জানান। বার্তায় প্রধানমন্ত্রী মমতাকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।

গত ২৭ সেপ্টেম্বর শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় শুভেচ্ছা বার্তায়, বঙ্গবন্ধু কন্যার সফলতা কামনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

এর আগে গেল সেপ্টেম্বরে পূজার উপহার হিসেবে বাংলাদেশ সরকার ভারতের পশ্চিমবঙ্গে দুই হাজার ৮০ মেট্রিক টন পদ্মার ইলিশ পাঠিয়েছে। এরও আগে জুলাইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য উপহার হিসেবে ২ হাজার ৬০০ কেজি  ‘হাড়িভাঙা’ আম পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

Link copied!