• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬

বিশেষ অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বার জব্দ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২২, ০৪:৫২ পিএম
বিশেষ অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বার জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযানে ৮৮টি (১০ কেজি ২২ গ্রাম) স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা।

রোববার (২৪ এপ্রিল) শারজাহ থেকে আসা একটি ফ্লাইটে অভিযান চালিয়ে বারগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, চোরাচালানকারীরা স্বর্ণ পাচারে একাধিক হাতবদল করেছে। তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে স্বর্ণ পাচারের ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. আব্দুর রউফ জানান, আমাদের শুল্ক গোয়েন্দার নজরদারি বাড়িয়ে বিশেষ এক অভিযান পরিচালনা করে স্বর্ণের ৮৮টি বার উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

Link copied!