• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

বিমানবন্দর থেকে ১০৪টি সোনার বার জব্দ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১, ১২:০৫ পিএম
বিমানবন্দর থেকে ১০৪টি সোনার বার জব্দ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০৪টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল।

রোববার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, সোনার বারগুলোর ওজন ১২ কেজি। এর আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৮ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, দুবাই ফেরত বাংলাদেশ বিমানের নম্বর-ফ্লাইট বিজি-৪১৪৮-এর কার্গো হোল থেকে সোনার বারগুলো জব্দ করা হয়। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। 

স্বর্ণবারগুলো পাচারের উদ্দেশ্যে দেশে নিয়ে আসা হয়েছিল বলেও জানান গোয়োন্দা কর্মীরা।

Link copied!