• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

বিধিনিষেধের মধ্যেই পরীর বাসার সামনে মানুষের ঢল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০৬:৪৭ পিএম
বিধিনিষেধের মধ্যেই পরীর বাসার সামনে মানুষের ঢল

কঠোর বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে হাজারো উৎসুক মানুষ ভিড় করেছে চিত্রনায়িকা পরীমনির বাসার সামনে। সেখানে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও  গণমাধ্যমকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ঢল। বিনা কারণে যেখানে মানুষের বাড়ির বাইরে আসায় নিষেধাজ্ঞা আছে, সেখানে এমন জমায়েত দেশের আইনকে একরকম অবজ্ঞাই করা হচ্ছে বলা যায়।

বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমনির রাজধানীর বনানীর বাসায় এ অভিযানে যান র‌্যাবের সদস্যরা। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, “সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হচ্ছে।”

জানা গেছে, পরীমনির বাড়ির সামনে র‌্যাবের কয়েকটি টিম অবস্থান করছে। মোতায়েন করা হয়েছে র‌্যাব সদস্য। 

এর আগে ফেসবুক লাইভে পরীমনি বলেন, “পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি দরজা ধাক্কাচ্ছেন। তাদের কেউ সাদা পোশাকে, কেউ কালো পোশাকে আছেন। ভাঙচুর করছেন। খুব বাজে ব্যবহার করছেন। কোন থানা থেকে এসেছেন জানতে চাইলে, তারা কোনো থানার নাম বলতে চাইছেন না।”

এ সময় পরীমনি পুলিশের অসহযোগিতার অভিযোগ করেন। তিনি জানান, বনানী থানায় অভিযোগ করা হলেও পুলিশ সাহায্য করতে আসছে না।

Link copied!