• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

বিকেলে অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ১০:১৪ এএম
বিকেলে অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে

জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে আসছে। 

শনিবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্যাসিফিক এয়ারওয়েজের একটি বিমানে এই টিকা এসে পৌঁছাবে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এই টিকার চালান গ্রহণ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, জাপান থেকে কয়েক ধাপে টিকা আসবে। ২.৯ মিলিয়ন ডোজের বেশি আ্যাস্ট্রাজেনেকা টিকা পাওয়া যাবে। সরকার বাণিজ্যিকভাবে ক্রয়ের পাশাপাশি কোভ্যাক্সের আওতায় বিভিন্ন উৎস থেকে আরও কোভিড-১৯ ভ্যাকসিন সংগ্রহের সুব্যবস্থা করেছে।

বাংলাদেশ এ পর্যন্ত ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ১.২ কোটি ডোজ পেয়েছে। এর মধ্যে ১৫ লাখ মানুষ অক্সফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের অপেক্ষায় রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আক্রান্ত হয়ে ১৬৬ জনের মৃত্যু হয়েছে।

এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৫১। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৩৬৪ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪।

Link copied!