আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জামায়াত আর বিএনপির ভেতরে ভেতরে যে পিরিতি, এই বন্ধন কোনো দিন ছিন্ন হবে না। তিনি বলেন, দুটি দল একে অন্যের ওপর নির্ভরশীল।
ওবায়দুল কাদের বলেন, “অনেকে বলে বিএনপি জামায়াত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আপনাদের বলতে চাই, জামায়াত আর বিএনপির ভেতরে ভেতরে যে পিরিতি, এই বন্ধন কোনো দিন ছিন্ন হবে না। জামায়াত ছাড়া বিএনপি অচল এটা প্রমাণ হয়ে গেছে। কাজেই জামায়াতকে নিয়েই তারা অগ্রসর হবে।”
সেতুমন্ত্রী আরো বলেন, “জামায়াতেরও বিএনপি ছাড়া নির্ভরযোগ্য কোনো ছাতা নেই, যার নিচে তারা আশ্রয় নেবে। সব সাম্প্রদায়িক শক্তির ঠিকানা একটা, সেটা হচ্ছে বিএনপি।“
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “পঁচাত্তরের হত্যাকাণ্ড একাত্তরের পরাজয়ের প্রতিশোধ। একাত্তরে যারা পরাজিত হয়েছিলো তারাই এই হত্যাকাণ্ড করেছিলো দেশ-বিদেশের নীল নকশায়। বাংলাদেশের জন্মের চেতনায়, মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা আঘাত এনেছিলো।’
ওবায়দুল কাদের বলেন, “সেই শক্তি বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছর বিষবৃক্ষ ডালপালা বিস্তার লাভ করেছে। এদের ডালপালা আজ অনেক দূর চলে গেছে। এদের শেকড়ও অনেক গভীরে চলে গেছে। মাঝে মনে হয় নিষ্ক্রিয়, কিন্তু আসলে এরা সক্রিয়। সুযোগ পেলেই ছোবল মারে। এই সাম্প্রদায়িক অপশক্তি বিষধর সাপ। সুযোগ পেলেই ছোবল মারবে, তার প্রমাণ এবার দুর্গাপুজা।”
সেতুমন্ত্রী বলেন, “আগামী বছর বেশ কয়েকটি মেগা প্রকল্প উদ্বোধন হবে। এটা বিএনপির অন্তর্জ্বালার কারণ। এটাই সাম্প্রদায়িক শক্তির গাত্রদাহের কারণ। এগুলো উদ্বোধন হলে তারা চোখে অন্ধকার দেখবে। তারা সরকারের উন্নয়ন দেখে না।”