• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

‘বিএনপির উপর দমন-নিপীড়ন চালাচ্ছে সরকার’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৮:২৩ পিএম
‘বিএনপির উপর দমন-নিপীড়ন চালাচ্ছে সরকার’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ পরিচালনায় সীমাহীন ব্যর্থতা লুকাতেই এবং ফ্যাসিবাদী শাসন অব্যাহত রাখতে আমাদের দলের বিরুদ্ধে দমন-নিপীড়ন চালাচ্ছে সরকার।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন মির্জা ফখরুল।  

বিএনপি মহাসচিব বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ফ্যাসিস্ট সরকার। তাদের কাছে গণতন্ত্র, মানুষের মৌলিক মানবাধিকার ও আইনের শাসনের কোনো মূল্য নেই। 

মির্জা ফখরুলের অভিযোগ, রোববার কর্মীসভা থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মাহফুজুর রহমান, আলাউদ্দিন সরকার টিপু, খিলক্ষেত থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আনোয়ার হোসেন, সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক ইয়াসির আরাফাত, থানা বিএনপি নেতা নাসির উদ্দিন, মনির হোসেন, মাহফুজ বাবু, লিটন ও রাসেলসহ অন্তত ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করায় দেশে সম্পূর্ণভাবে নাৎসি রাজত্ব কায়েম হয়েছে। সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী কর্তৃক নেতাকর্মীদের গ্রেপ্তার যেন সরকারের চিরস্থায়ী কর্মসূচিতে পরিণত হয়েছে।”

সরকারের এ ধরনের অপকর্ম রোধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হতে হবে। নইলে দেশ ও জনগণের ভবিষ্যৎ চরম সংকটে নিপতিত হবে বলে মন্তব্য করেন তিনি।

Link copied!