রাজধানীর ফার্মগেট এলাকায় বাসের ধাক্কায় ক্রিকেটার শহীদুল ইসলাম নীরব (৩২) নিহত হয়েছেন। এ ঘটনা আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নীরব কলাবাগান ক্রীড়াচক্রের প্রথম বিভাগের ক্রিকেটার ছিলেন। তিনি শরীয়তপুর ডামুড্যা উপজেলার মৃত আবুল কালামের ছেলে। নীরব কেরানীগঞ্জ আটিবাজার এলাকায় থাকতেন। দুই ভাই তিন বোনের মধ্যে শহীদুল তৃতীয় ছিলেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানান, উত্তরাগামী বঙ্গবন্ধু পরিবহন লিমিটেডের একটি বাস ফার্মগেট এলাকায় মোটরসাইকেলে থাকা নীরবকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তিনি নিহত হন। বর্তমানে তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
এ সময় নীরবের মোটরসাইকেলে থাকা আফজাল হোসেন নামের এক যুবক গুরুতর আহত হন। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নীরবের পরিবার জানায়, কলাবাগান মাঠে খেলা শেষ করে মোটরসাইকেলে কেরানীগঞ্জের আটিবাজারে বাড়িতে ফিরছিলেন। এ সময় তার বন্ধু সঙ্গে ছিলেন।
ওসি সালাউদ্দিন আরও জানান, পুলিশ এয়ারপোর্টে বঙ্গবন্ধু পরিবহন লিমিটেডের বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন। ক্রিকেটার শহীদুলের বন্ধু আফজালের পা ভেঙে গেছে। তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা দেওয়া হয়েছে। রাতে এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে।