• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫
তৈরি পোশাক রপ্তানি

বাংলাদেশকে টপকে গেল ভিয়েতনাম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ১১:২৬ এএম
বাংলাদেশকে টপকে গেল ভিয়েতনাম

পোশাক রপ্তানিতে বাংলাদেশকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভিয়েতনাম। অন্যদিকে বাংলাদেশ নেমে গেছে তিন নম্বরে। আর শীর্ষে আছে যথারীতি চীন।

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিকস রিভিউ ২০২১’ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদনে দেখা যায়, ২০২০ সালে ভিয়েতনাম ২ হাজার ৯০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। অন্যদিকে বাংলাদেশ রপ্তানি করেছে ২ হাজার ৮০০ কোটি ডলারের পোশাক। এর আগের বছর, অর্থাৎ ২০১৯ সালে বাংলাদেশের রপ্তানি ছিল ৩ হাজার ৪০০ কোটি ডলার। তখন ভিয়েতনামের রপ্তানি ছিল ৩ হাজার ১০০ কোটি ডলার।

রপ্তানির পাশাপাশি বৈশ্বিক বাজারেও বাংলাদেশের অংশীদারত্ব কমেছে। ২০১৯ সালে বিশ্বে যত পোশাক রপ্তানি হয়, তার মধ্যে ৬ দশমিক ৮ শতাংশ ছিল বাংলাদেশি। গত বছর সেটি কমে ৬ দশমিক ৩ শতাংশ হয়েছে। গত বছর ভিয়েতনামের অংশীদারত্ব ছিল ৬ দশমিক ৪ শতাংশ।

ডব্লিউটিওর প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে চীন সবচেয়ে বেশি ১৪ হাজার ২০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। তার আগের বছরের চেয়ে দেশটির পোশাক রপ্তানি ৭ শতাংশ কমেছে।

তারপর চীন বিশ্বের মোট পোশাক রপ্তানি ৩১ দশমিক ৬ শতাংশ দখলে রেখেছে। ভারতকে টপকে চতুর্থ শীর্ষ পোশাক রপ্তানিকারক হয়েছে তুরস্ক। গত বছর ভারত ১ হাজার ৩০০ কোটি ডলার রপ্তানি করলেও তুরস্ক করেছে ১ হাজার ৫০০ কোটি ডলারের।

অবশ্য বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরাও বলছেন, করোনার কারণে গত বছর ১ মাস কারখানা বন্ধ ছিল। সে সময় অনেক ক্রয়াদেশ বাতিল হয়েছিল। তাই ভিয়েতনাম বাংলাদেশকে অতিক্রম করেছে। তাদের প্রত্যাশা, শিগগিরই বাংলাদেশ আগের অবস্থানে ফিরে যাবে। 

Link copied!