বস্তিবাসীকে করোনার টিকা দেওয়া প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ আকর্ষণ বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র এই কথা জানান। ‘স্বপ্নের রূপকার’ শিরোনামের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে।
অনুষ্ঠানের এক পর্যায়ে বস্তিবাসীদের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মেয়র আতিকুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ৭৫ লাখ টিকা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। আমি স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরের কাছে বিশেষভাবে অনুরোধ জানিয়েছি যে, আমি এবারের টিকা বস্তিবাসীদের দিতে চাই। আমাদের বস্তিবাসী যাদের বয়স ৪০ বছরের ঊর্ধ্বে তাদের টিকা দিতে চাই। তারা আমাকে বলেছে পাঁচ লাখ টিকা দেবেন। সেই অনুযায়ী আমরা আজকে কড়াইল বস্তি, ভাষানটেক বস্তি এবং সাততলা বস্তিতে ৪০ বয়স ঊর্ধ্বদের টিকা দিচ্ছি।”
ডিএনসিসি মেয়র আরো বলেন, “এই মহৎ উদ্যোগ নিতে পেরে আমরা গর্বিত। কারণ প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠিকে পছন্দ করেন, খেটে-খাওয়া মানুষকে পছন্দ করেন। বস্তিবাসীকে টিকা দেওয়া প্রধানমন্ত্রীর জন্মদিনে ডিএনসিসির বিশেষ আকর্ষণ।”
আতিকুল ইসলাম আরো বলেন, “যেহেতু স্কুল খোলা, তাই আমরা আমাদের কাউন্সিলরদের বলেছি, স্কুলের সময়সূচির সঙ্গে সমন্বয় করে দুপুর আড়াইটা থেকে টিকাদান কর্মসূচি শুরু করার জন্য। যদি কোনো জায়গায় আগে স্কুল ছুটি হয়ে যায়, তাহলে সেখানে আগেই টিকাদান শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।”
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের টিকাদানের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের মেয়র আতিকুল ইসলাম বলেন, “পরিচ্ছন্নতাকর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার উদ্যোগ আমরা ইতোমধ্যে নিয়েছি। অধিকাংশকেই ইতোমধ্যে টিকা দিয়ে দেওয়া হয়েছে। বাকি যাদের দেওয়া হয়নি, তাদের অনেকে বস্তিতে থাকেন। এবার বস্তিতে টিকা দেওয়া শুরু হলে তারাও টিকা পেয়ে যাবেন।”
মেয়র আতিকুল ইসলাম আরো বলেন, “আমাকে অনেক বস্তিবাসী বলেছিলেন, ‘বাবা আমরা কি টিকা পাবো না’। আজ আমরা তাদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করতে পারলাম। এটি একটি মাইলফলক।”
এর আগে মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত থেকে বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম,যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।