• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

বলাৎকারের চেষ্টার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষসহ আটক ২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৯:০৩ পিএম
বলাৎকারের চেষ্টার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষসহ আটক ২

রাজধানীর সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে তাফিজুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষসহ এক শিক্ষকে আটক করেছে পুলিশ ।

রোববার (৪ জুলাই) সকালে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন তাফিজুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ ফরিদ উদ্দিন ও শিক্ষক ইব্রাহীম মিয়া।

অভিযোগে থেকে জানা যায়, ভুক্তভোগী শিশু মাদ্রাসায় পড়াশুনা করতো। শনিবার সকালে শিক্ষক ইব্রাহীম মিয়া খাবারের লোভ দেখিয়ে কৌশলে একটি কক্ষে নিয়ে যায় শিশুটিকে। এরপরে তাকে বলাৎকারের চেষ্টা করে ।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে মাদ্রাসার অধ্যক্ষ ও এক শিক্ষকে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!