• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

১৩ হাজার টন পাম তেল নিয়ে বন্দরে ভিড়েছে জাহাজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৬, ২০২২, ০২:৪১ পিএম
১৩ হাজার টন পাম তেল নিয়ে বন্দরে ভিড়েছে জাহাজ

দেশে চলছে ভোজ্যতেল সংকট। এ সংকট মোকাবিলায় ইন্দোনেশিয়া থেকে ১৩ হাজার টন পাম তেল আমদানি করছে টিকে গ্রুপ। ইতোমধ্যে ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজ এমটি সুমাত্রা পাম তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।

শুক্রবার (৬ মে) এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।

মো. ওমর ফারুক জানান, সম্প্রতি প্রায় ২ কোটি ২৯ লাখ লিটার তেল নিয়ে সিঙ্গাপুর থেকে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। বৃহস্পতিবার ১৩ হাজার টন পাম তেল এসেছে ইন্দোনেশিয়া থেকে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে খালাসের ব্যবস্থা করব।

সিটি গ্রুপ, সেনা কল্যাণ ভোজ্যতেল, বাংলাদেশ ভোজ্যতেল ও বসুন্ধরা গ্রুপ এ তেল আমদানি করে। এবার ১৩ হাজার টন ভোজ্যতেল আমদানি করছে টিকে গ্রুপ।

Link copied!