• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র ১৪৩০, ২৬ রমজান ১৪৪৬

প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ০২:১৫ পিএম
প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় স্বপন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

শনিবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক।

আব্দুল খালেক বলেন, “যাত্রাবাড়ীর হাশেম রোড এলাকায় রাস্তা দিয়ে হাঁটার সময় পেছন থেকে একটি প্রাইভেটকার হঠাৎ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ মারা যান। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।”

এসআই আরও বলেন, “প্রাইভেটকারটি আমরা ধরতে পারিনি। দুর্ঘটনার পর সেটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।”

নিহত স্বপন রাজধানীর কদমতলীর বি-ব্লক এলাকায় থাকতেন বলে জানান তিনি।
 

Link copied!