সরকার ঘোষিত এইচএসসি পরীক্ষায় শর্ট কোর্স বাতিল করে পূর্ণাঙ্গ কোর্সে পরীক্ষার দাবিতে নড়াইলে পরীক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে সরকারি ভিক্টোরিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা এই বিক্ষোভ করে। এছাড়াও পরীক্ষার্থীরা দুই দফায় মানববন্ধন করেছে।
পরীক্ষার্থীরা ভিক্টোরিয়া কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে এবং রূপগঞ্চ বাজারে নড়াইল-যশোর সড়কে মানববন্ধনে মিলিত হয়। এরপর পুনরায় ভিক্টোরিয়া কলেজ গেটে মানববন্ধন পালন করে ছাত্ররা।
মানববন্ধনে বক্তব্য রাখে ২০২১ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থী দিপ্ত, সাহেদ, রিয়া, স্মরণ, মহিউদ্দিন, পলাশ ও শাহরিয়াত।
পরীক্ষার্থীদের দাবি, আ্যাসাইনমেন্ট নিয়ে আবারও শর্ট কোর্সে পরীক্ষা নেওয়া হবে। তারা কলেজ খুলে নিয়মিত ক্লাস করে তারপর পূর্ণাঙ্গ কোর্সে পরীক্ষা দিতে চায়।
করোনার কারণে মাত্র একমাস ক্লাস করেই এইসব ছাত্রদের কলেজ বন্ধ হয়ে যায়।