• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

পল্লবী থেকে এবার ২ স্কুল শিক্ষার্থী নিখোঁজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ০৯:১০ পিএম
পল্লবী থেকে এবার ২ স্কুল শিক্ষার্থী নিখোঁজ
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের পল্লবী থেকে এবার দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ৮টার দিকে তারা নিজ বাসা থেকে বের হয়ে যায়।

এদিকে নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে একজন দশম শ্রেণি এবং অপরজন ষষ্ঠ শ্রেণির।

এ বিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বলেন, “এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। আমরা প্রযুক্তির সহযোগিতা নিয়ে তাদের অবস্থান জানার চেষ্টা করছি।”

এছাড়া পুলিশ সূত্র জানায়, ওই দুই শিক্ষার্থী বাসা থেকে বের হওয়ার সময় একটি চিরকুট লিখে রেখে গেছে। সেখানে তারা পারিবারিক সম্মানহানির কারণ উল্লেখ করেছে। নিখোঁজ দুই শিক্ষার্থী সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।

এর আগে চলতি মাসে পল্লবী এলাকা থেকে ৩ কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়। পরে তাদের পরিবার থানায় মামলা করে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। প্রায় এক সপ্তাহ পর তাদের উদ্ধার করে র‌্যাব।

Link copied!