• ঢাকা
  • সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ২৭ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

‘পরীমনিকে অযথা বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ০৫:৩৭ পিএম
‘পরীমনিকে অযথা বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে’
নায়িকা পরীমনি ও তার আইনজীবী

চিত্রনায়িকা পরীমনিকে অযথা বারবার জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন পরীমনির আইনজীবী মো. মুজিবুর রহমান।

মাদক মামলায় আটক চিত্রনায়িকা পরীমনিকে আজ মঙ্গলবার (১০ আগস্ট) ফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে পরীমনির আইনজীবী মো. মুজিবুর রহমান বলেন, “পরীমনির বিরুদ্ধে শুধুমাত্র মাদক রাখার অভিযোগ উঠেছে। এছাড়া আর কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই। পরীমনিকে অযথা বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে, রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা ছিলো না।”

মজিবুর রহমান আরো বলেন, “গ্রেফতারের পর থেকে ১২২ ঘণ্টা তিনি এক কাপড়ে রিমান্ডে রয়েছেন। তার রিমান্ড শুনানিটা পরে করা হোক। পরীমনি আমাদের সমাজের, আমাদের পরিবারের, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির। শুধু তাই নয়, তিনি দেশের একজন নাগরিক। তারও বিচার চাওয়ার অধিকার রয়েছে।”

পরীমনি ও আশরাফুল আলম দীপুর চার দিনের রিমান্ড রিমান্ড শেষে আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে সিআইডি। পরীমনির মতো দীপুকেও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পরীমনিকে চারদিনের রিমান্ড শেষে আজ দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত সংস্থা সিআইডি পরীমনির বিরুদ্ধে মাদক আইনের মামলার সুষ্ঠুতদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেছিলেন। কিন্তু দুদিন মঞ্জুর করেছেন আদালত।

গত ৫ আগস্ট (বৃহস্পতিবার) পরীমনি ও নজরুল ইসলাম রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। ওইদিন তাদের বিরুদ্ধে সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। তখন শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন।

Link copied!