• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

নোয়াখালীতে করোনায় ২ জনের মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১, ০৪:৩০ পিএম
নোয়াখালীতে করোনায় ২ জনের মৃত্যু

নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৪২টি নমুনা পরীক্ষা করে ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে করোনায় শনাক্ত ও মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা ৪ দশমিক ২২ ভাগ।

সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, জেলায় করোনায় শনাক্ত ও মৃত্যুর হার অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সোনাইমুড়ীর শিমুলিয়া ও জয়াগে মারা গেছেন দুইজন। তারা হলেন আব্দুল বারেক (৯০) এবং সিদ্দিক উল্যা (৭০)।

জেলার তিনটি পিসিআর ল্যাবে সর্বশেষ ১৪২টি নমুনা পরীক্ষা করে ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ হাজার ২০, যার মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৯৮৩ জন। মোট মারা গেছেন ২২৪ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৮১৩ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় কোভিড হাসপাতালে একজন নতুন রোগী ভর্তিসহ মোট ৩৭ জন চিকিৎসাধীন আছেন। যার মধ্যে ২৩ জন নারী ও ১৪ জন পুরুষ। ভর্তিকৃতদের মধ্যে ১১ জনের অবস্থায় কিছুটা সংকটাপন্ন হওয়ায় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Link copied!