• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

টিকার নিবন্ধন করেছেন বিদেশগামী ২২ হাজারের বেশি শিক্ষার্থী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৯:৩৮ এএম
টিকার নিবন্ধন করেছেন বিদেশগামী ২২ হাজারের বেশি শিক্ষার্থী

করোনাভাইরাসের টিকা গ্রহণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধন করেছেন বিশ্বের বিভিন্ন দেশে পড়তে যাওয়ার অপেক্ষায় থাকা ২২ হাজারের বেশি শিক্ষার্থী।

শুক্রবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেল থেকে এ তথ্য জানায়। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নিবন্ধনকারী শিক্ষার্থীরা বেশিরভাগই চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাসে যোগ দিবেন। বৃহস্পতিবার (২৯ জুলাই) পর্যন্ত ২২ হাজার ৬৬০ শিক্ষার্থী নিবন্ধন করেছেন। এর মধ্যে চীনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন প্রায় ৮ হাজার ৭১৫ জন, কানাডার ২ হাজার ৮৪১ জন, যুক্তরাজ্যের ১ হাজার ৯০৫ জন, ভারতের ১ হাজার ৮৩১, জার্মানির ১ হাজার ৩৯৫, মালয়েশিয়ার ১ হাজার ২৫৫ জন ও যুক্তরাষ্ট্রের ৬৩৩ জন শিক্ষার্থী।
 
নিবন্ধনকারী বিদেশগামী শিক্ষার্থীদের তথ্য যাচাই-বাছাই করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে টিকা নিতে পারছেন। 

এখন পর্যন্ত প্রায় সাড়ে ১০ হাজার শিক্ষার্থী করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেল।
 
এর আগে ১৩ জুলাই থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশগামী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন শুরু হয়। শনিবার (৩১ জুলাই) এই নিবন্ধন কার্যক্রম শেষ হচ্ছে।
 
গত ২৭ জানুয়ারি করোনা টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা ও সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।
 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ জুলাই) পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন প্রায় এক কোটি ৪১ লাখ মানুষ। বৃহস্পতিবার পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন ৮৫ লাখ ২১ হাজার ৩৫০ জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৪৩ লাখ ২৯ হাজার ৪৮৪ জন।

Link copied!