• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

নিঃশর্ত ক্ষমা চাইলেন মেয়র জাহাঙ্গীর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১, ০৩:৫১ পিএম
নিঃশর্ত ক্ষমা চাইলেন মেয়র জাহাঙ্গীর
ফাইল ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম কারণ দর্শানোর চিঠির জবাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। 

এর আগে ৩ অক্টোবর জাহাঙ্গীরের কাছে ব্যাখ্যা দাবি করে চিঠি দেয় আওয়ামী লীগ। এতে তাকে ১৫ দিন সময় দেওয়া হয়। বেঁধে দেওয়া সময়সীমার আগেই মেয়র জাহাঙ্গীর তার নোটিশের জবাব দিয়েছেন। শোকজের জবাব তিনি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দিয়েছেন।

১৮ অক্টোবর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে মেয়র জাহাঙ্গীর বলেন, “শোকজের জবাব অনেক আগেই দিয়ে দিয়েছি।”

এদিকে বঙ্গবন্ধু ও শহীদদের সংখ্যা নিয়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের আপত্তিকর মন্তব্যে ক্ষেপেছেন দলের নীতিনির্ধারণী পর্য়ায়ের নেতারা। তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে চলছে নানান জল্পনা-কল্পনা।

বিষয়টি নিয়ে কেন্দ্রের দিকে তাকিয়ে রয়েছে গাজীপুর আওয়ামী লীগ। তবে এখনো পাল্টা-পাল্টি অবস্থান আছে গাজীপুর মহানগর আওয়ামী লীগের দুই পক্ষ।

অন্যদিকে গত শুক্রবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় জাহাঙ্গীরের বিষয়ে আলোচনা হয়। এ সময় অনেক নেতাই তার শোকজের জবাবে অসন্তুষ্টি প্রকাশ করেন। অনেকে তার নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন।

আগামী ১৯ নভেম্বর পরবর্তী কেন্দ্রীয় কমিটির বৈঠকে বিষয়টি সমাধান হতে যাচ্ছে বলে জানান দলের নীতিনির্ধারকরা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত শনিবার বলেছিলেন, “দলের কেন্দ্রীয় কমিটির সভায় রাজনৈতিক ও সাংগঠনিক আলোচনার পাশাপাশি দলীয় আদর্শ এবং শৃঙ্খলাবিরোধী বক্তব্যের জন্য গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে শোকজ নোটিশের ওপর আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হবে।”

প্রকাশিত সেই রেকর্ডটিতে দেখা যায়, মুক্তিযুদ্ধে শহিদদের সংখ্যা ও আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীকার আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন গাজীপুর মেয়র ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম।

২০১৩ সালের গাজীপুর সিটি নির্বাচনের আগেই আলোচনায় ছিলেন জাহাঙ্গীর আলম। পরে ২০১৮ সালে যখন জাহাঙ্গীরকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। পরে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকারকে সহজেই পরাজিত করেন।

এর আগে টঙ্গী পৌরসভার একাধিক বারের মেয়র আজমত উল্ল্যাহ গাজীপুর আওয়ামী লীগের একজন জনপ্রিয় নেতা। তবে ২০১৩ সালের মেয়র নির্বাচনে তার পরাজয় ছিল অপ্রত্যাশিত। সে সময় তিনি জাহাঙ্গীর অনুসারীদের সমর্থন পাননি বলেও প্রচার আছে। জাহাঙ্গীর সমর্থকরা তার বিপক্ষে কাজ করেছে বলেও প্রচার রয়েছে। 

Link copied!