• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

নাশকতার আলামত পায়নি পুলিশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৯:৫৯ পিএম
নাশকতার আলামত পায়নি পুলিশ

রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে পেছনে নাশকতার কোনো আলমত পায়নি ‍পুলিশ। সোমবার (২৮ জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। 

বেনজীর আহমেদ বলেন, “এখন পর্যন্ত এই বিস্ফোরণ নাশকতামূলক কর্মকাণ্ড বলে মনে হচ্ছে না। গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে। ভবনের ভেতরে এখনো মিথেন গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে।”

আইজিপি আরও জানান, বোম্ব ও এক্সপ্লোশান ইউনিট নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে বিস্ফোরণের কারণ তলিয়ে দেখা হবে।

এর আগে রোববার সন্ধ্যায় মগবাজারের ওয়ারলেসের একটি ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ ৭ জন নিহত হয়েছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, বার্ন ইউনিটে ভর্তি ১৭ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ৯০ শতাংশের বেশি পুড়ে গেছে। আর বাকি ১৪ জনের দগ্ধ কম, তবে তাদের শরীরে কাটা, ছেঁড়া আছে। আর দুজনকে মৃত অবস্থায় বার্ন ইউনিটে আনা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

Link copied!