• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

দ্বিতীয় দিনের মতো গণপরিবহন বন্ধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ০৮:৪১ এএম
দ্বিতীয় দিনের মতো গণপরিবহন বন্ধ

ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সারা দেশে গণপরিবহন ধর্মঘট চলছে।

শনিবার (৬ নভেম্বর) সকাল থেকে যাত্রীদের পরিবহনের জন্য় রাজধানীর রাস্তায় অপেক্ষা করতে দেখা গেছে। বেসরকারি অফিসের চাকরিজীবী ও জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। অপেক্ষায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে রাজধানীর পথে সিএনজিচালিত অটোরিকশা ও বিকল্প পরিবহন চলাচল দেখা গেছে। তবে চালকরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন কয়েক গুণ। অনেকে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা করেছেন।

এদিকে পরিবহন শ্রমিকরাও ধর্মঘটে অটল রয়েছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। 

সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মনজুর আলম জানান , বাড়তি মূল্যের সঙ্গে ভাড়া সমন্বয় না করলে ধর্মঘট চলবে। রোববার বৈঠকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার হবে না।

রোববার (৭ নভেম্বর) বিআরটিএর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে পরিবহন ধর্মঘটের বিষয়ে শান্তিপূর্ণ সমাধান আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গত বুধবার (৩ নভেম্বর) রাতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের মূল্য ৬৫ টাকা থেকে বৃদ্ধি করে ৮০ টাকা করা হয়। শুক্রবার (৫ নভেম্বর)  সকাল থেকে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরিচালক-মালিকেরা গাড়ি চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন।

Link copied!