দ্বিতীয় দফার প্রণোদনার ৮ শতাংশ দিতে হবে নারী উদ্যোক্তাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ১২:৪২ পিএম
দ্বিতীয় দফার প্রণোদনার ৮ শতাংশ দিতে হবে নারী উদ্যোক্তাদের

দ্বিতীয় দফার প্রণোদনার ২০ হাজার কোটি টাকার তহবিল থেকে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ শুরু হয়েছে। ৯ শতাংশ সুদাহারের মধ্যে ৫ শতাংশ সুদ ভর্তুকি হিসেবে দিচ্ছে সরকার। আর বাকী ৪ শতাংশ গ্রাহকদের দিতে হচ্ছে।
 
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ৮ শতাংশ নারী উদ্যোক্তাদের এ তহবিল থেকে ঋণ দিতে হবে। যেখানে প্রথম দফায় ৫ শতাংশ ঋণ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, এ তহবিলের ৭০ শতাংশ দিতে হবে কুটির, ক্ষুদ্র, ছোট উদ্যোক্তাদের, ৩০ শতাংশ মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের। এছাড়া উৎপাদন ও সেবা উপখাতে ৬৫ শতাংশ এবং ঋণ ব্যবসা উপখাতে ৩৫ শতাংশ দেওয়ার নির্দেশনা রয়েছে।

তবে যারা প্রথম দফায় ঋণ নিয়েছেন, দ্বিতীয় দফায় ঋণ নিতে তাদের কোনো জামানত দিতে হবে না। আগের জামানতের মূল্য বেশি থাকলে তার বিপরীতে ঋণ দেওয়া যাবে। তার জন্য আইনজীবীর মাধ্যমে ৩০০ টাকার স্ট্যাম্পে গ্রাহক থেকে লিখিত নিতে হবে। এসব নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে উল্লেখ করে।

করোনার প্রকোপ শুরু হলে গত বছরের এপ্রিলে প্রথম দফার ২০ হাজার কোটি টাকার তহবিলের মধ্যে ৭৭ শতাংশ ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে বিতরণ হয়। ২০ হাজার কোটি টাকার তহবিলের বিপরীতে ১০ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলও গঠন করে কেন্দ্রীয় ব্যাংক ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তাদের উন সুবিধার জন্য। কিন্তু করোনার ক্ষতি কাটিয়ে ব্যবসার ব্যবসার ফিরতে চাহিদামতো ঋণ পাচ্ছেন না ছোট উদ্যোক্তারা।

ব্যাংকার ও উদ্যোক্তারা বলছেন, আগে যারা ব্যাংক ঋণ সুবিধা নিয়েছেন বা ব্যাংকের সঙ্গে যেসব উদ্যোক্তার সম্পর্ক রয়েছে, শুধু তারাই কম সুদে প্রণোদনার ঋণ পাচ্ছেন। কিন্তু দেশে এমন অনেক ছোট উদ্যোক্তা রয়েছেন, যাদের ব্যাংক হিসাবই নেই। এ জন্য ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের সব উদ্যোক্তা ঋণ পাচ্ছেন না। ফলে সবার ঋণের চাহিদা পূরণও হচ্ছে না। উদ্যোক্তারা বলছেন, করোনা ছোট, বড় সব উদ্যোক্তাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু প্রণোদনার সুবিধা বেশি পাচ্ছেন বড় উদ্যোক্তারা।

Link copied!