• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

দেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ০৯:৫৪ এএম
দেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ 

দেশের প্রায় সব জেলায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে মুঠোফোনের গ্রাহকেরা থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

কারিগরি সমস্যার কারণে মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন-বিটিআরসি।

সংস্থাটির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র গণমাধ্যমকে জানান, সমস্যা সমাধানে কাজ চলছে। ত্রুটি সংশোধন হলে ইন্টারনেট ডেটা পুনরায় চালু হবে।

কয়েকটি সূত্রে জানা গেছে, প্রথমে কুমিল্লায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। এরপর ধাপে ধাপে চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও চাঁদপুরের ইন্টারনেট সেবা বন্ধ হয়। এর বাইরেও কয়েকটি জেলার গ্রাহকরা ইন্টারনেট সেবা পাচ্ছেন না বলে জানা গেছে।
 
মোবাইল ডেটা বন্ধ থাকলেও চালু আছে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। ব্রডব্যান্ড ব্যবহার করে সব ধরণের ওয়েবসাইট ব্রাউজ করা যাচ্ছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!