চীন থেকে কেনা সিনোফার্মের কোভিড টিকার আরও ২০ লাখ ডোজ দেশে পৌঁছেছে। শনিবার (১৭ জুলাই) রাত ১.৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ১০ লাখ ডোজ এবং রাত তিনটায় আরেক ফ্লাইটে ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশে বিমানবন্দরে পৌঁছায়।
রোববার (১৮ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসিঅ্যান্ডএইচ) ডা. মো. শামসুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি ফ্লাইটে ২০ লাখ ডোজ টিকা এসেছে। সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের ৫১ লাখ ডোজ টিকা এল।
স্বাস্থ্য সেবা বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে টিকা গ্রহণ করেন। এর আগে চলতি মাসের শুরুতেই চীন থেকে ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। চীনের সিনোফার্ম থেকে তিন কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছে সরকার। ধাপে ধাপে আসবে এসব টিকা।
সোমবার কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার উৎপাদিত আরও ৩৫ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। সোমবারই টিকাগুলো দেশে পৌঁছাবে।