• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৮ চৈত্র ১৪৩০, ২২ রমজান ১৪৪৬

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তরুণ খুন


সাভার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১, ২০২১, ০২:২৬ পিএম
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তরুণ খুন

সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রমজান মিয়া (১৯) নামের এক তরুণ খুন হয়েছেন।

শুক্রবার (১ অক্টোবর) দুপুরে আশুলিয়ার থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী-আশুলিয়া-ডিইপিজেড সড়কের জামগড়া এলাকার পলমল নামে একটি পোশাক কারখানার সামনে থেকে ওই যুবককে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

নিহত রমজান নরসিংদী জেলার রায়পুর থানার মির্জানগর গ্রামের চান মিয়ার ছেলে। তিনি আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করে একটি ফার্নিচার দোকানে কাজ করতেন।

পুলিশ জানায়, পথচারীরা জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে এক যুবক সড়কে পড়ে থাকার ঘটনায় জানায়। এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন গিয়ে রমজানকে রক্তাক্ত ও অচেতন  অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নারী ও শিশু হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বুকে, পিঠেসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করা হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!