• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৪


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২১, ১২:৪৮ পিএম
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৪

নাটোরের দত্তপাড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাকিল আহমেদ (৪০) নামের এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। 

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত দেড়টার দিকে সদর উপজেলার দত্তপাড়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাকিল আহমেদ মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার বায়রা গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন চন্দ্রকলা গ্রামের মোছা. ফেন্সি, মো. দোলন এবং ট্রাকের হেলপার মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার বায়রা গ্রামের জিলকদ, মো. পিন্টু।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন (ওসি) জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নাটোর সদরের দত্তপাড়া ব্রিজ এলাকায় ঢাকাগামী একটি ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের ভেতরেই চাপা পড়ে ট্রাকের চালক শাকিল আহমেদ ঘটনাস্থলে মারা যান। আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

Link copied!