রাজধানীর তেজগাঁওয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন জিতু নামে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২ অক্টোবর) দুপুরে মৃত্যুর খবর নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন।
এরআগে শুক্রবার (১ অক্টোবর) রাত নয়টার দিকে এ বিস্ফোরণ ঘটে। এতে ইয়াসিন ও জিতু দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এস এম আইয়ুব হোসেন বলেন, চিকিৎসাধীন অবস্থায় জিতু নামে একজন আজ ভোরের দিকে মারা যান। জিতু আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৬৫ ভাগ পুড়ে গিয়েছিল। শ্বাসনালি পুড়ে যাওয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, ইয়াসিন তালুকদারও শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ইয়াসিনের শ্বাসনালি এবং তার শরীরের প্রায় ৫০ ভাগ পুড়ে গেছে।
জানা যায়, শুক্রবার রাত নয়টার দিকে তেজগাঁওয়ে তেজতুরীপাড়ার একটি ছয়তলা বাড়ির তৃতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে দুজন দগ্ধ হয়েছেন। দগ্ধ দুজন হলেন ইয়াসিন ও জিতু। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢামেক পুলিশ জানিয়েছে, দগ্ধ দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ইয়াসিনের শরীরের ৫০ শর্তাংশ ও জিতুর ৬৪ শতাংশ দগ্ধ হয়েছে।
ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) উপকমিশনার আব্দুল মান্নান বলেন, “বিস্ফোরণে প্রাথমিকভাবে বোমার কোনো আলামত পাওয়া যায়নি। আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে বিস্ফোরণ হলো, তা আহতদের কাছ থেকে জানার চেষ্টা চলছে।”