রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে নতুন ভবনে যাচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। রোববার (৭ নভেম্বর) থেকে নতুন এই ভবনে কার্যক্রম পুরোদমে শুরু হবে।
জানা গেছে, তেজগাঁও-এ বিসিকের বহুতল বিশিষ্ট ভবনটি গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে নির্মিত হয়েছে। ভবনটিতে পার্কিংয়ের জন্য দু’টি বেজমেন্ট এবং অফিস হিসাবে ব্যবহারের জন্য ১২টি ফ্লোর নির্মিত হয়েছে। যার আয়তন এক লক্ষ পঞ্চাশ হাজার বর্গফুট।
এদিকে মতিঝিলের বর্তমান বিসিক ভবন থেকে বিসিকের সকল অফিস নতুন ভবনে স্থানান্তরিত হবে। পরবর্তীতে মতিঝিলের বর্তমান ভবনের জায়গায় আরও একটি ২০ তলা নতুন ভবন নির্মিত হবে।
রাজধানীর মতিঝিলে বিসিকের প্রধান কার্যালয় নিজস্ব ভবনে থাকলেও ঢাকা আঞ্চলিক কার্যালয়সহ রাজধানীতে থাকা অন্য কার্যালয়গুলো পরিচালিত হচ্ছিল ভাড়া বাড়িতে। এ কারণে ভাড়াবাবদ সরকারকে গুনতে হচ্ছে বিপুল পরিমাণ অর্থ।
এছাড়াও ঢাকা আঞ্চলিক ও অন্য অফিসগুলো রাজধানীর বিভিন্ন প্রান্তে থাকার কারণে অসুবিধা হতো। এবার নতুন ভবনেই বিসিকের প্রধান কার্যালয়সহ ঢাকাকেন্দ্রিক সব কার্যালয়কে সরিয়ে আনা হচ্ছে।