• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৪৬ জন 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ০৫:৫২ পিএম
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৪৬ জন 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১৪৬ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১২৪ জন ও ঢাকার বাইরে ২২ জন ভর্তি হয়েছে। 

সোমবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৬ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৬০৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৫০ জন।

এর আগে গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৮০১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২২ হাজার ৯৫৪ জন।

অপরদিকে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছেন মোট ৯১ জন।

Link copied!