• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ডেঙ্গুতে আরো ৮৭ রোগী হাসপাতালে ভর্তি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০৫:৫৪ পিএম
ডেঙ্গুতে আরো ৮৭ রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭৪ জন রোগী। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন।

রোববার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৪০২ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ভর্তি আছেন ২৯৩ জন আর দেশের অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ১০৯ জন।

এতে আরো বলা হয়, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ২৭ হাজার ৭৮ জন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২৬ হাজার ৫৭৮ জন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশে মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে।

Link copied!