• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ডিএসইতে কমেছে সূচক, বেড়েছে লেনদেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০৩:০১ পিএম
ডিএসইতে কমেছে সূচক, বেড়েছে লেনদেন
ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারে (২৩ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। 

এদিন ডিএসইতে ১ হাজার ৩১৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৮৮ কোটি ১৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২২৬ কোটি ৪ লাখ টাকার।

এছাড়া ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ১৩ পয়েন্টে।
 
অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২ পয়েন্ট কমেছে।

অন্যদিকে আজ (মঙ্গলবার) ডিএসইতে মোট ৩৬৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৫৬টির। কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারদর।

Link copied!