• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

জয়যাত্রা টিভির অনুমোদনের কাগজ নেই


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২১, ০১:২৮ পিএম
জয়যাত্রা টিভির অনুমোদনের কাগজ নেই

আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন জয়যাত্রা আইপি টিভির অনুমোদন থাকার কোনো কাগজপত্র পায়নি র‌্যাব। শুক্রবার (৩০ জুলাই) জয়যাত্রা টিভি ও জয়যাত্রা ফাউন্ডেশনের কার্যালয়ে অভিযান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল এ এম আজাদ। বিকেল চারটার দিকে এ নিয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানাবে র‌্যাব।

বৃহস্পতিবার (২৯ জুলাই) গভীর রাতে রাজধানীর মিরপুরে অবস্থিত ওই ভবনে র‌্যাব অভিযান শুরু করে। এর আগে রাত সোয়া ১২টার দিকে গুলশানের বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‌্যাবের সদর দপ্তরে নেওয়া হয়। 

হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে কয়েক বোতল মদ, বিদেশি মুদ্রা, হরিণের চামড়া, ক্যাসিনোর সরঞ্জাম ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সংশ্লিষ্ট বিভিন্ন আইনে মামলা করা হবে।

চাকরিজীবী লীগ নামের দল ঘোষণা দিয়ে আলোচনায় আসেন হেলেনা জাহাঙ্গীর। এ ঘটনায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে গত রোববার তাকে অব্যাহতি দিয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। 

Link copied!