আওয়ামী লীগের নারীবিষয়ক উপকমিটি বহিষ্কৃত সদস্য হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। পরে তাকে র্যাবের একটি গাড়িতে করে সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানিয়েছেন, হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া জব্দ করা হয়েছে।
এদিকে মায়ে গ্রেপ্তার নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হেলেনা জাহাঙ্গীরের ছোট মেয়ে জেসি আলম। তার দাবি, র্যাবের অভিযানে পাওয়া মদ অবৈধভাবে রাখা হয়নি।তিনি বলেন, “আমরা মদ খাই না। করোনাকালে আমরা অ্যালকোহল খাইনি। মদের কালেকশন আমার ভাইয়ের। এগুলো রাখার লাইসেন্সও তার ছিল। সেই লাইসেন্সও তারা (র্যাব) নিয়ে গেছে।”
হরিণের চামড়া প্রসঙ্গে জেসি জানান, এটি তার ভাইয়ের বিয়ের সময় উপহার দেওয়া হয়েছে। জেসি আরো বলেন, “আমরা প্রায় সময়ই বিদেশে যাতায়াত করি। অনেক দেশে আমরা ভ্রমণ করতে যাই। আমাদের সবার পাসপোর্টও আছে। ফিরে আসার পর সেগুলো বেঁচে গেলে আমরা কি ফেলে দেব নাকি?”
ক্যাসিনো সরঞ্জাম থাকা নিয়ে জেসি বলেন, “একটা ক্যাসিনো করতে অনেক সরঞ্জাম লাগে যা আমাদের এখানে ছিল না। আমাদের এখানে তাস ছিল যা আমরা বন্ধুদের সঙ্গে খেলতাম।”
এ সময় জেসি সাংবাদিকদের কাছে দাবি করেন, হেলেনা জাহাঙ্গীরকে আটকের বিষয়ে র্যাবের কাছে কোনো ওয়ারেন্ট ছিল না।





























