• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

‘জঙ্গিদের সামর্থ্য নেই আক্রমণাত্মক হওয়ার’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৯:৪৩ পিএম
‘জঙ্গিদের সামর্থ্য নেই আক্রমণাত্মক হওয়ার’

দেশে জঙ্গিগোষ্ঠীগুলোর জঙ্গিরা চাইলে আত্মসমর্পণের সুযোগ পাবেন বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে রাজধানীর কুর্মিটেলায় র‍্যাব সদর দপ্তরে সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

র‍্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, "হলি আর্টিজানের মতো বড় ধরনের আক্রমণাত্মক কোনো ঘটনা ঘটানোর  সামর্থ্য নেই। তবে জঙ্গিরা চাইলে আত্মসমর্পণের সুযোগ দেয়া হবে।"

জঙ্গিবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান উল্লেখ করে র‍্যাবের মহাপরিচালক বলেন, "জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না।  র‍্যাব সাইবার জগতে পেট্রলিং অব্যাহত রেখেছে। আমরা সব সময়ই এক ধাপ এগিয়ে থাকছি অপরাধীদের থেকে। জঙ্গিদের সামর্থ্য নেই আক্রমণাত্মক হওয়ার।" 

র‍্যাবের মহাপরিচালক বলেন, "কিশোর অপরাধ নিরোধে র‍্যাব কাজ করছে। কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসের সঙ্গে আমাদের সন্তানরা যাতে জড়িত না হয় সেদিকে আমরা সবাই লক্ষ্য রাখব। সবাইকে একযোগে কাজ করতে হবে।"

সম্প্রতি উদ্ধার হওয়া বিভিন্ন মাদকের প্রসঙ্গে র‍্যাবের মহাপরিচালক বলেন, "অপ্রচলিত কিছু মাদক দেখতে পাচ্ছি। অভিযুক্তদের গ্রেপ্তার করছি। এরই মধ্যে ৪৬ হাজারের বেশি মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।"

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নাশকতার পরিকল্পনা করা হয়েছিলন জানিয়ে র‍্যাবের মহাপরিচালক বলেন, "রাষ্ট্রবিরোধী কার্যক্রমে যারা লিপ্ত ছিল আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি। যারা এ ধরনের কার্যক্রম করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না।"

Link copied!