• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১


কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১, ০৮:৪২ এএম
চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় থেকে চোরাই মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০-এর একটি আভিযানিক দল।

সোমবার (২০ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. ইব্রাহিম খলিল (২৮)। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পর র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তি মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তিনি বেশ কিছুদিন ধরে বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে আসছিলেন। সেগুলো দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতেন তিনি।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Link copied!