• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

চীন থেকে আসছে আরও ১৭ লাখ টিকা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ১২:৫২ পিএম
চীন থেকে আসছে আরও ১৭ লাখ টিকা

চীন থেকে সিনোফার্মের আরও ১৭ লাখ টিকা আসছে দেশে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা ২৫ মিনিটে টিকার চালান বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি বেইজিং বিমানবন্দর ছাড়ে। মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে টিকা বহনকারী বিমানটি।

ঢাকায় নিযুক্ত চীন দূতাবাসের উপরাষ্ট্রদূত হ্যালং ইয়ান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় টিকা আনা হচ্ছে।

কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে টিকা দেওয়ার বাইরেও উপহার হিসেবে পাঁচ লাখ ও কিছুদিন পর ছয় লাখ ডোজ টিকা দেয় চীন। সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের তাসখন্দ বৈঠক উপলক্ষে সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা উপহার দেয়া হয়।

এদিকে চীন সাড়ে ৭ কোটি টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানিয়েছেন, এরই মধ্যে দেড় কোটি ডোজের টাকা পরিশোধ করা হয়েছে। বাকি টাকা পরিশোধের প্রক্রিয়া চলছে।

Link copied!