সোশ্যাল মিডিয়া ফেসবুকে বেশ সক্রিয় থাকেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজের চিন্তাভাবনা, ছবি ও নতুন কাজের আপডেট দিয়ে জনগণের সঙ্গে সংযুক্ত থাকেন মন্ত্রী।
নিজের ফেসবুকে পেজে দেওয়া পোস্ট নিয়ে বহুবার আলোচনায় এসেছেন মন্ত্রী। তার এসব পোস্টে গুরুত্বপূর্ণ উপদেশও দেন।
সম্প্রতি ফেসবুক পোস্টে মন্ত্রী লিখেন, 'আপনি যখন একা থাকবেন তখন নিজের চিন্তাভাবনার বিষয়ে সতর্ক থাকবেন।'
উপদেশ, না সতর্কতা এই নিয়ে পোস্টের নিচে বিভিন্ন মন্তব্য করেন অনেকে। অনেকে আবার মন্ত্রীর উক্তির সঙ্গে একমত হয়ে প্রশংসাও করেছেন।
এ পোস্টে দুই হাজারের বেশি মন্তব্য পড়েছে। সেই সঙ্গে প্রতিক্রিয়া দেখিয়েছেন ১৫ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী।
নোয়াখালীর এ রাজনীতিবিদ বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগেরও সাধারণ সম্পাদক।