রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগের একাধিক জায়গায় মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা এসব তথ্য জানান।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, “আগামী দুই দিন বৃষ্টির পরিমাণ কম থাকার সম্ভাবনা রয়েছে। তবে দিনের বেলায় রোদ থাকার সম্ভাবনা বেশি। এছাড়া কোথাও কোথাও মেঘলা আকাশ দেখা দিতে পারে।”
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এদিকে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
অপরদিকে আগামী তিন দিনে আবহাওয়ার অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায় ৯১ মি.মি.।