• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

গুলশানে আবাসিক ভবনে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০১:০৯ পিএম
গুলশানে আবাসিক ভবনে আগুন

রাজধানীর গুলশানের একটি আবাসিক ভবনের নিচতলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

বুধবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার একটু পরে গুলশান-২-এর ১০৩ নম্বর সড়কের ৩৮ নম্বর ভবনের নিচতলায় এই অগ্নিকাণ্ড ঘটে। ভবনটি ছয়তলা।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাফি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

তবে কীভাবে আগুন লেগেছে বা কেউ হতহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

এদিকে প্রত্যক্ষদর্শীরা বলছেন, সকাল সাড়ে ১১টার পর ওই ভবনের নিচতলায় এসির বিস্ফোরণ হয়। সেখান থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

Link copied!