• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

‘খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দিনরাত কাজ করছেন প্রধানমন্ত্রী’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৫, ২০২২, ০৮:২৮ পিএম
‘খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দিনরাত কাজ করছেন প্রধানমন্ত্রী’

দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন। তিনি বলেছেন, “কৃষকদের উন্নয়নে সরকার কৃষি খাতে বছরে ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় বর্তমান আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই।”

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের মানুষের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, “চাষাবাদের পাশাপাশি পরিবেশের উন্নয়নে কৃষকদের ভূমিকা পালন করতে হবে। এজন্য দেশের আনাচে-কানাচে পতিত জমিতে বেশি করে গাছ লাগাতে হবে। খাল-বিল, নদী-নালা, জলাভূমির সুরক্ষা করতে হবে।”

ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ভূপৃষ্ঠের পানি ব্যবহার করতে কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে শাহাব উদ্দিন বলেন, “দেশের পানির চাহিদা মেটাতে সরকার অবৈধভাবে খাল দখলকারীদের উচ্ছেদ করে পূনঃখননের ব্যবস্থা গ্রহণ করবে।”

Link copied!