করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৮০ জনে। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ২ জন নারী।
একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ২৫৬ জনের শরীরে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৭০ হাজার ২৩৮ জনে দাঁড়িয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগের দিন মঙ্গলবার দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ২২৯ জনের শরীরে।