• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

করোনায় বাকৃবির সাবেক প্রক্টরের মৃত্যু


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ১১:০৬ এএম
করোনায় বাকৃবির সাবেক প্রক্টরের মৃত্যু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক প্রক্টর ড. আজহারুল হক তপু করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। পাশাপাশি ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক ও শহীদ জামাল হোসেন হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার (৩ আগস্ট) রাত ১১টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু।

দীন মোহাম্মদ দীনু জানান, গত ২৮ জুলাই ড. আজহারুল হক করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হন। তার ফুসফুসের প্রায় ৭৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দীন মোহাম্মদ দীনু আরও জানান, সকাল ৯টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষক এবং সদ্য সাবেক প্রক্টর ড. আজহারুল হকের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সূত্র জানায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষক এবং সাবেক প্রক্টর আজহারুল হকের মৃত্যুতে বাকৃবি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন।

ড. আজহারুল হক ১৯৯৭ সালে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০১০ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। 

Link copied!